নৈতিক সমাজ
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তী হলো। সময়টা খুব বেশি নয়।
নিরাপদ সড়কের দাবিতে স্কুলের শিশু-কিশোর ছেলে মেয়েরা ২০১৮ সালে আন্দোলন করে ‘‘রাষ্ট্রের মেরামত’’ চেয়েছিল। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়েছিল। দুই বছর পেরিয়ে গেছে, কিন্তু “মেরামতের”কোন লক্ষন নেই। মানুষ নিরাপদে সুখে শান্তিতে বাঁচতে চায়; অপরাধ, দূর্বৃত্তায়ন ও দূর্নীতিমুক্ত রাজনীতি চায়।